
কোসটগার্ডের বহরে যুক্ত হওয়া দুই জাহাজ সৈয়দ নজরুল এবং তাজউদ্দিন আহমদের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে জাহাজ সৈয়দ নজরুলের অধিনায়ক ক্যাপ্টেন এম সালে উদ্দিন ও তাজউদ্দিন আহমেদের অধিনায়ক ক্যাপ্টেন এম হাসান তারিক মন্ডলের হাতে জাহাজ দুটির কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ড বহরে কার্যক্রম শুরু করলো জাহাজ দুটি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গি দমনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। জঙ্গিবাদের আশ্রয়-শ্রশ্রয় ও মদদ দাতাদের কোন ধরনের ছাড় দেবে না উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদে মদদ দাতাদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশ কোন জঙ্গি রাষ্ট্র নয়, এখানে কোন ধরণের জঙ্গিও ঠাঁই হবে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে কোস্টগার্ডও জঙ্গি দমনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
জনবলের সীমাবদ্ধতা স্বত্ত্বেও কর্মদক্ষতায় উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ড একটি আস্থা ও নিরাপত্তার প্রতীকে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী আরো বলেন, বিগত বছরগুলোতে দেশের সমুদ্রবন্দর ও বহির্নোঙ্গর এলাকায় বাণিজ্যিক জাহাজের অব্যাহত নিরাপত্তা প্রদানে কোস্টগার্ডের কর্মতৎপরতা বহির্বিশ্বে সমাদৃত। এ কারণেই চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরোর বিবেচনায় নিরাপদ বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে।