
কক্সবাজার থেকে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামের লোহাগাড়া থেকে বিলাস হুল প্রাডো গাড়ি সহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এসময় গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ২০ হাজার ইয়াবা। গ্রেফতার যুবকের নাম মোশাররফ হোসেন (৩৬)। বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায় বলে জানায় পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গোপন খবরের ভিক্তিতে জেলা পুলিশের একটি টিম লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় গাড়িসহ মোশারফকে গ্রেফতার করা হয় বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ
তিনি পাঠক ডট নিউজকে জানান, কক্সবাজার থেকে বিলাস বহুল একটি গাড়িতে করে ইয়াবার একটি চালান কুমিল্লার উদ্দেশ্যে পাচার হচ্ছে এমন খবরের ভিক্তিতে জেলা পুলিশের দল লোহাগাড়ার চুনতিতে অবস্থান নিয়ে এ অভিযান পরিচালনা করেছে। গ্রেফতারকৃত যুবক মোশাররফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।