
চট্টগ্রাম পাহাড়তলী কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছোট বড় অর্ধ শতাধিক বিভিন্ন দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর রাত ২টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরো খবর: পাহাড়তলী কাঁচা বাজারে আগুন লেগেছে
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান রাতে পাহাড়তলী কাঁচা বাজারে এ আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে আমাদের দুইটি ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে। এতে ছোট-বড় প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে অধিকাংশই মুদির দোকান।
পাহাড়তলী কাঁচা বাজারে আগুনে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, রাতে আগুন লাগাতে ব্যবসায়ীরা কেউ কোন মালামাল উদ্ধার করতে পারেনি। বাজারের অর্ধশত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অন্তত ৮০ লাখ থেকে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।