
চট্টগ্রামের আগ্রাবাদ চৌমুহনী এলাকায় বিক্ষোভ সমাবেশ শেষে পুলিশশের সাথে সংঘর্ষের সময় গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান। তিনি বলেন, গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীর সাতদিনের রিমান্ডের আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে ১৫ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া পরীক্ষার্থী হওয়ায় একজনের রিমান্ড নামঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, আকিফ ইবনে ইউনুস, মারুফ প্রকাশ গোফরান, ফরহাদ রেজা, জাহিদুল ইসলাম, মো. সাগর, সাজিদুর রহমান, মিজানুর রহমান, আবু ইউসুফ, মো. ইব্রাহিম, মো. হাসান, আবু হুজাইফা, নুর নবী, লোকমান হোসেন, মিজানুর রহমান ও ফেরদৌস আহমেদ।
এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে মিছিল বের করেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। চৌমুহনী মোড়ে মিছিল পৌঁছালে পুলিশ বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় জামায়াত শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী পুলিশের একটি গাড়ি সামনে পেয়ে তাতে হামলা চালায়। ওই গাড়ির ভেতরে পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুল চাকমা ছিলেন। তিনি গাড়ি থেকে বের হলে তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন কর্মীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।