
আগামী রোববার (১৫ অক্টোবর) থেকেই আবহাওয়া পরিস্থিতি বদলাতে শুরু করতে পারে। ওই দিন সারাদেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকার সম্ভানা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে শুরু হয়েছে উত্তর উত্তরপশ্চিম দিকের বাতাস। তাছাড়া মৌসুমের শেষ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে একমাত্র চট্টগ্রাম বিভাগে। অপরদিকে আপাতত দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, শুক্রবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের অনেক, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।