ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম কাস্টমসকে পুঁজি করে বড়লোক হওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, চট্টগ্রাম কাস্টমস হাউজকে পুঁজি করে কোন বিশেষ গোষ্ঠিকে রাতারাতি বড়লোক হতে দেয়া হবেনা। কেউ যদি এ ধরনের স্বপ্ন দেখে থাকেন তাদেরকে এ স্বপ্ন ছাড়তে হবে।

চট্টগ্রাম কাস্টমস হাউজ উন্নয়নের আইকন উল্লেখ করে তিনি বলেন,যারা এর অগ্রযাত্রাকে রুখতে চাইবে তারা বিপদে পড়বেন। তিনি বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম কাস্টমস হাুএজর সম্মেলন কক্ষে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের সঙ্গে রাজস্ব সংলাপে মতবিনিময়কালে এসব কথা বলেন।

.

দেশের সর্বক্ষেত্রে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে তুলতে দেশব্যাপী রাজস্ব সংলাপের আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজস্ব সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এনবিআর চেয়ারম্যান বলেন,জাতীয় রাজস্ব বোর্ড এখন বদলে গেছে। রাজস্ব বোর্ড এখন রাজস্ব আদায় করেনা রাজস্ব আহরন করে। এ জন্য সবার সাথে অংশীদারিত্বে কাজ করছে রাজস্ব বোর্ড।

চলতি মাসকে রাজস্ব আদায়ে অংশীদারিত্বের মাস উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। রাতারাতি নিজে বড়লোক হওয়ার স্বপ্ন ছেড়ে রাতারাতি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখার আহবান জানান তিনি। চট্টগ্রাম কাস্টমস হাউজকে একটি ব্যবসা বান্ধব আধুনিক মানের সহায়তা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, দেশ এগিয়ে যাচ্ছে , দেশকে এগিয়ে নেয়া সকলের নাগরিক দায়িত্ব। মেয়র বলেন সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আর্থিক সক্ষমতা বাড়াতে হবে। তিনি ব্যবসায়ীদেও দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) মো.ফরিদ উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড.মাহবুবুর রহমান,চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান,চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন প্রমুখ।

সর্বশেষ

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মত চট্টগ্রাম বন্দরে এসেছে গমের জাহাজ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ইসকন নিষিদ্ধের দাবীতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

চট্টগ্রাম বন্দর ও কর্ণফূলী নদীতে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print