
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী) ভোর ৫টায় এ অভিযান চালানো হয়।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে জানায় কোস্টগার্ড পূর্বজোন।
কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার লেঃ কমান্ডার বিএন ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে গোপন সংবাদের ভিক্তিতে সিজি স্টেশান সাঙ্গু কর্তৃক আনোয়ারা থানাধীন বারো আউলিয়া এলাকায় অভিযান পরিচালনা কালে একটি মাঠের পাশে থাকা ইয়াবা ব্যবসায়ীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি পালানোর চেষ্টাকালে তাদের ধাওয়া করে।
এসময় তারা মাঠের পাশে জঙ্গলে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৮ হাজার ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।