
চট্টগ্রামের রাউজানে এক কিশোরকে কুপিয়ে খুন করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। আজ সোমবার দুপুরে উপজেলার শমসের নগরের আদর্শ গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কিশোরের নাম মো. তোহেল (১৫) সে উপজেলা রাউজান ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব রাউজান শমসের নগরের আদর্শ গ্রাম (প্রকাশ গুচ্চ গ্রাম) এলাকার মো. হারুনের পুত্র।
স্থানীয় সূত্র মতে, গত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল কিশোর তোহেল। পরিবারের সদস্যরা রাত ৩টা পর্যন্ত খোঁজাখুজি করেও কোথাও সন্ধান পায়নি। পরে আজ সোমবার সকালে বাড়ির আধা কিলোমিটার দূরে একটি পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোরের বাবা হারুন বলেন, আমার ছেলের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু গত দুইদিন আগে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল সেহেতু পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নিহত কিশোর ৬ ভাইয়ের মধ্যে চতুর্থ বলে জানা গেছে।
রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন, নিহত কিশোরকে মাথায় ৫টা কোপ দিয়ে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করার ও মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, রোববার (৮ এপ্রিল) থেকে গুচ্ছগ্রামের বাসিন্দা মো. হারুনের ছেলে মো. তোহেল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা ভোররাত পর্যন্ত খুঁজেও তার খোঁজ পায়নি। সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি পুকুরে ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দিলে জানা যায় তোহেল খুন হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ বাংলানিউজকে জানান, নিহত কিশোরের মাথায় ৫টি ছুরির কোপ রয়েছে। মুখে, হাতেও দাগ আছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।