t মহাসড়কে যানজট নিরসনে কাল চট্টগ্রাম থেকে কোন গাড়ি ছাড়বে না – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মহাসড়কে যানজট নিরসনে কাল চট্টগ্রাম থেকে কোন গাড়ি ছাড়বে না

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মহাসড়কে সৃষ্ট ভয়াবহ যানজট থেকে রেহাই পেতে আগামীকাল সোমবার চট্টগ্রাম থেকে যাত্রীবাহী এবং পণ্যবাহী সকল পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ (চট্টগ্রাম)। ফলে আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম থেকে সারাদেশের কোথাও কোন পরিবহণ ছেড়ে যাবেনা।

আজ রবিবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান পরিবহণ মালিক শ্রমিক নেতারা।

আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ (চট্টগ্রাম) এর সদস্য সচিব মৃণাল চৌধুরী জানান, গত ৩ দিন ধরে মহাসড়কে পণ্যবাহী গাড়িগুলো আছে। চালক ও সহযোগীরা খাবার কিনে খাবে সে উপায়ও নেই। নিরাপত্তার প্রশ্নও জড়িত।  তাই এ যানজট নিরসনের লক্ষ্যে একদিন গাড়ী না চালানোর সিদ্ধান্ত হয়েছে।  তিনি বলেন, ১২ ঘণ্টা গাড়ি না ছাড়লে যদি যানজট সহনীয় হয় তবে সেই ত্যাগটুকু আমরা অবশ্যই করবো।

 তিনি বলেন, একই সাথে এখন থেকে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চট্টগ্রামের অলংকার থেকে শুরু করে সীতাকুণ্ড, মীরসরাই, ফেনী, কুমিল্লা পর্যন্ত মহাসড়কে ঢাকামুখী কোনো গাড়ি ছাড়া হবে না।

আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, ফেনী ও কুমিল্লার দাউদকান্দিতে চলমান যানজটে পড়ে হাজার হাজার মানুষ এবং পরিবহণ শ্রমিকরা চরম ভোগান্তিতে আছেন।  এর থেকে পরিত্রাণ পেতে্ি বাস মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে অাগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম থেকে গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ফেনীর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রেলওয়ে ওভারপাস নির্মাণের কারণে বেশ কিছুদিন ধরে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।  তবে গত কয়েকদিন এ যানজট মহিপাল ছাড়িয়ে কুমিল্লা ও চট্টগ্রামে গিয়ে ঠেকেছে।

এদিকে আন্তঃজিলা মালামাল পরিবহন ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মুনির আহমদ ও সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ বলেছেন, আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোন পণ্যবাহী গাড়ি চট্টগ্রাম থেকে ছাড়া না।  মহাসড়কে ভয়াবহ যানজট নিরসনে এ উদ্যোগ সহায়ক হবে বলে আমরা আশা করছি।

 

 

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print