
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি খাস জায়গায় ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি জায়গায় প্রকাশ্যে বহুতল ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকায় সরাকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৭৬৬৮ দাগের ৮ শতক জায়গায় স্থানীয় মরহুম হাজী দুধু মিয়ার ছেলে মোহাম্মদ আলী বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করছেন। তবে এ সম্পত্তি একই এলাকার মৃত এলাহী বক্সের ছেলে মোজাহেরুল হকের নামে কৃষি ভূমি হিসেবে বন্দোবস্তি রয়েছে।
মোজাহেরুল হক বন্দোবস্তি মামলা নম্বর ৭৯-৮৯-৯০ মূলে ২২টি শর্ত সাপেক্ষে বন্দোবস্তি পান। শর্তাবলীর মধ্যে ৮নং শর্তে বলা আছে যে, ‘চাষাবাদ ছাড়া আর কোনো উদ্দেশ্যে এই জমি ব্যবহার করা যাবে না, নিজস্ব বসতবাড়ি না থাকলে জেলা প্রশাসকের লিখিত অনুমতি নিয়ে প্রাপ্ত জমি বসতবাড়ি হিসেবে ব্যবহার করা যাবে।’ ৯ নং শর্তে বলা হয়েছে, ‘ জেলা প্রশাসকের অনুমতি ব্যতিত জমিতে কোনো খাদ খনন বা এমন কোনো ভাবে ব্যবহার করা যাবে না, যাতে উক্ত জমি চাষের অযোগ্য হয়ে পড়ে অথবা জমির মূল্য হ্রাস পায়।’

গত ৯ মে এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয় মো. আবু তাহের। তিনি অভিযোগে বলেন, মোজাহেরুল হকের নামে কৃষি বন্দোবস্তি থাকলেও তা মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করছেন। যার ফলে বন্দোবস্তির শর্ত ভঙ্গ করা হয়েছে।
বিষয়টি অবগত আছেন জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।