
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার বি-ব্লক এলাকার এস-ক্লাব মোড়ে ফুটপাত দখল করেছে দলীয় অফিস বানিয়েছে ফরহাদ উদ্দিন জিতু নামে এক ছাত্রলীগ নেতা। অফিসকে কেন্দ্র করে এর আশপাশের এলাকায় বিভিন্ন দোকান পাট ও যানবাহনে চলছে ব্যাপক চাঁদাবাজী।
কথিত এই ছাত্রলীগ নেতা বি-ব্লক এলাকায় বিভিন্ন স্থানে রাস্তা দখল করে দোকান বসিয়ে দীর্ঘ দিন ধরে চাঁদা আদায়ের অভিযোগ করেছেন এলাকাবাসী। এছাড়াও এলাকার নির্ধারিত মাছ বাজার থেকেও চাঁদা আদায় করে। গত মে মাসের ২৯ তারিখে জিতু অনুসারী ছাত্রলীগ নেতা হাবীব শাহেদ বিভিন্ন গাড়ী থেকে চাঁদা তুলতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, ফুটপাতের উপর নির্মিত অফিসটি নাছির নামে একজন চা বিক্রেতার দোকান ছিল। গত সাপ্তাহে নাছিরকে জোর পূর্বক উচ্ছেদ করে সেখানে অফিস বানানো হয়। কথিত এই অফিসে সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে বখাটে যুবকদের আড্ডা। এই অফিসকে কেন্দ্র করেই চলে বিভিন্ন অপরাধ কর্মকান্ড। এ নিয়ে এলাকবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এবিষয়ে জানতে চাইলে হালিশহর থানার এএসআই মিজান পাঠক ডট নিউজকে বলেন, গত ২৯ তারিখ রাতে ভ্যানগাড়ী থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। আমি সেখানে উপস্থিত ছিলাম। এসময় আমি উভয় পক্ষকে শান্ত করে চলে আসি। তবে ফুটপাতে অফিস নির্মাণ করে চাঁদাবাজীর বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।
এবিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী ফরহাদ উদ্দিন জিতু পাঠক ডট নিউজকে বলেন, এস-ক্লাব মোড় এলাকায় অবৈধভাবে জায়গা দখল করে অনেকে ব্যবসা করছে। আমরাও একটি জায়গা দখল করে অফিস করেছি। এখান থেকে আমরা বিভিন্ন ভাল ভাল কর্মসূচী পালন করছি। আমরা প্রশাসনকে বলেছি অবৈধ দোকান তুলে দিলে সবাইকে তুলে দিতে হবে তখন আমরাও চলে যাবো।
অবৈধ অফিসকে কেন্দ্র করে কোন চাঁদাবাজী হয়না জানিয়ে তিনি বলেন, স্থানীয় বিএনপি নেতা মনির সহযোগিতায় অবৈধভাবে দোকান তুলে ব্যবসা করছিল এবং তারা চাাঁদাবাজীও করতো। আমরা তাদের বাঁধা দিয়েছিলাম। এ বিষয়গুলো থানায় বসে মিমাংসা হয়ে গেছে বলেও জানান জিতু ।