ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কারাগার থেকে মুক্তি পেয়ে মহিউদ্দিনের কবর জেয়ারত করলেন রনি

কারাগার থেকে বেরিয়ে আনছেন রনি।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কারাগার থেকে বেরিয়ে আনছেন রনি।

চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়ে ৪ দিন কারাভোগের পর চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তিলাভ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় রনি কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তিপান বলে নিশ্চিত করেছেন সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগের সদস্য ও দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবু সাদাত সায়েম।

মুক্তি পেয়েই রনি প্রথমে ছুটে যান শাহ আমানত শাহ (র.) এর মাজারে। সেখানে তিনি জেয়ারত শেষে নগরীর শহীদ মিনারে ছাত্রলীগের সমাবেশে যোগ দেন। পরে তিনি দলীয় নেতোকর্মী নিয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের কবরাস্থানে গিয়ে তার কবর জেয়ারত করেন।  সন্ধ্যায় তিনি নগরীর জিইসির মোড়স্থ প্রিমিয়ার ইউনির্ভাসিটিতে ইফতার পার্টিতে যোগ দেন।

.

এদিকে কারাগার থেকে মুক্তিকালে সেখানে রনিকে অভ্যর্থনা জানান, ছাত্রলীগ নেতা আবু সাদাত সায়েম ও বেসরকারী কারা পরিদর্শক এডভোকেট সোহানাসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে দুপুরে শর্ত সাপেক্ষে জামিন পান নগর আলোচিত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি।  দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর জিম্মায় আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করছেন।

চট্টগ্রাম মহানগর হাকিম (৪র্থ) আদালতের বিচারক সফি উদ্দিন এক হাজার টাকা বন্ডে সই নিয়ে এ জামিন আদেশ দিয়েছেন।  রনির পক্ষে জামিন শুনানীতে ছিলেন আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী।

তিনি পাঠক ডট নিউজকে জানিয়েছেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের দায়ের করা চাঁদাবাজির মামলায় রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত প্রতি বৃহস্পতিবার আদালতে হাজিরা দেওয়ার শর্ত স্বাপেক্ষে রনিকে জামিন দিয়েছেন বিজ্ঞ বিচারক।

গত ৭ মে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন মেয়াদ শেষ হওয়ায় গত ৪ জুন সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম ওসমান গণির আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থণা করে রনি। আদালত রনির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। রনিকে কারাগারে পাঠানোর পর থেকে তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

উল্লেখ্য চলতি বছরের ৩১ মার্চ চট্টগ্রাম বিজ্ঞান কলেজে ফি আদায়ের প্রতিবাদ করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন ছাত্রলীগের তৎকালীন নগর সম্পাদক নুরুল আজিম রনি। কিছুদিন পর কলেজের অধ্যক্ষকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উত্তেজনা বশত শিক্ষকের গায়ে আঘাত করার কথা স্বীকারসহ দুঃখ প্রকাশ করে বিভিন্ন মিডিয়ায় বিবৃতি দেন রনি। এর আগে ৪ এপ্রিল রাতে বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান ২০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে নগরীর চকবাজার থানায় রনির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

কিছুদিন পর আরো এক শিক্ষককে মারধরের অপর একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্বেচ্ছায় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্র বরাবর আবেদন করেন নুরুল আজিম রনি। আবেদনের পরদিন কেন্দ্র হতে বিবৃতি দেয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রনিকে।

*শর্ত সাপেক্ষে জামিন পেলেন নগর ছাত্রলীগ নেতা রনি

*চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা রনি কারাগারে

*চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে ছাত্রলীগ নেতা রনি’র কিল-ঘুষি (ভিডিও)

 

সর্বশেষ

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মত চট্টগ্রাম বন্দরে এসেছে গমের জাহাজ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ইসকন নিষিদ্ধের দাবীতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

চট্টগ্রাম বন্দর ও কর্ণফূলী নদীতে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print