
চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মহানগরীর পতেঙ্গা থেকে তাদেরকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১১টি জেহাদি বই উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ কর্মকর্তা (ডিবি পিআর) আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করেছে নগর ডিবি। সংবাদ সম্মেলেনে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো.মারুফ হোসেন জানিয়েছেন, সীতাকুণ্ড থেকে গ্রেফতার হওয়া ধর্মান্তরিত জঙ্গি মুসহাব ইবনে উমায়ের (পিকলু দাশ) আটক পাঁচজনকে প্রলুব্ধ করে আনসারুল্লাহ বাংলা টিমে নিয়ে যায়।
রোববার রাত পৌনে ১টায় নগরীর পতেঙ্গা থানার কাটগড় মুসলিমাবাদ এলাকায় শেরে পতেঙ্গা নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
এরা হল, মো.আক্কাছ আলী ওরফে জাহেদুল ইসলাম ওরফে নয়ন (২৩), মো.আতিকুল হাসান প্রকাশ ইমন (২৬), জামশেদুল আলম প্রকাশ হৃদয় (২১), মো.রুবেল (২৬) এবং মো.মহিউদ্দিন (১৮)।
এদের মধ্যে আক্কাছ ছাত্রশিবিরের সাথী পর্যায়ের নেতা বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা মারুফ হোসেন। বর্তমানে শিবিরের পাশাপাশি আনসারুল্লাহর সঙ্গে সম্পৃক্ত এই আক্কাছ বাকি চারজনকে নিয়ে নিজের ভাড়া বাসায় গোপন বৈঠকে বসেছিলেন বলে জানান তিনি।