
বিভাগীয় কমিশনার অফিস চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ এর সমাপনী দিনে শ্রেষ্ঠ জেলার ক্যাটাগরিতে চট্টগ্রাম শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে।
আজ সোমবার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি দিনে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নিকট শ্রেষ্ঠ জেলার পুরস্কার তুলে দেন। মেলায় অংশগ্রহণকারী চট্টগ্রাম বিভাগের ১১ জেলা, সরকারি বিভিন্ন দপ্তর এবং জেলা থেকে আগত শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে নাগরিক সেবা প্রদান, ই-নথি ব্যবস্থাপনা, ওয়েবসাইট হালনাগাদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ, ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম, শিশুশ্রম নিরসন, সরকারের রাজস্ব আহরণ এবং জনগণের অভিযোগ নিস্পত্তি বিবেচনায় চট্টগ্রাম জেলা শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। বাংলাদেশের অর্থনীতির শতকরা ৮০ ভাগ আমদানি রপ্তানি এ জেলার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসন অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ জেলার পুরস্কার এই পরিশ্রমের স্বীকৃতি। আগামী দিনে সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জেলা প্রশাসক শ্রেষ্ঠ জেলা হিসেবে আগামী দিনেও যাতে যাত্রা অব্যাহত রাখতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।