t চবি’র সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবি’র সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছাত্রলীগ নেতা রেজাউল হক রুবেল।   উপরে ইনসেটে সাংবাদিক জোবায়ের চৌধুরী।

চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক এবং দৈনিক পূর্বদেশের চবি প্রতিনিধি জোবায়ের চৌধুরীকে প্রকাশ্যে জবাই করার হুমকি দিয়েছে রেজাউল হক রুবেল নামে কথিত এক ছাত্রলীগে নেতা।

বৃহস্পতিবার রাতে নগরীর দামপাড়া বাস কাউন্টারে এ হুমকি দেয়া হয় বলে জানান সংবাদিক জোবায়ের চৌধুরী।

হুমকিদাতা রেজাউল হক রুবেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলে পরিচয় দেয়। তাকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্ব দিয়েছেন বলেও দাবি করেন ওই ছাত্রলীগ নেতা।

জোবায়ের চৌধুরী পাঠক নিউজকে বলেন, শ্রীমঙ্গলের বাসের জন্য রাতে দামপাড়া কাউন্টারে অপেক্ষা করছিলাম। এমন সময় ছাত্রলীগ নেতা রেজাউল হক রুবেলের সাথে দেখা হলে তিনি জানতে চান কেন নিউজে তার কমেন্ট দেয়া হয় নি।  নওফেল ভাই ছাত্রলীগের কোন গ্রুপ চিনেন না বললে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং কোন সাংবাদিক যদি তার কমেন্ট না দেয় তাহলে তাকে জবাই করে মেরে ফেলা হবে। আমাকেও মেরে ফেলার হুমকি দেয়। এসময় তার সাথে থাকা নাজমুল ও সাব্বির নামে দুই ছাত্রলীগ কর্মী তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। হুমকির বিষয়টি সংগঠনের নেতৃবৃন্দকে জানিয়েছি।

তবে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগে কাউকে কোন দায়িত্ব দেন নি।  হুমকির বিষয়ে তিনি বলেন, ‘সে কে যে তার কমেন্ট নেওয়া লাগবে সাংবাদিকদের? আমি কাউকে এরকম দায়িত্ব দেয়নি। আগে সে আমাদের বাসায় আসতো, এরপর আমি তাকে আসতে নিষেধ করে দিয়েছি। মাঝে বিশ্ববিদ্যালয় কমিটি নিয়েও সে ঝামেলা করতে চেয়েছিল ।

এ ব্যাপারে চবি সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ বাইজিদ ইমন বলেন, এই হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ‌দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে এ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

এদিকে সাংবাদিক হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রেজাউল হক রুবেল পাঠক নিউজকে বলেন, সাংবাদিক জোবায়েরের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। কোন ধরনের বৈরী সম্পর্ক নেই। তাকে হুমকি দেয়ার প্রশ্নই উঠে না।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print