ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আজ কবি শামসুর রাহমানের ১০ম মৃত্যুবার্ষিকী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Shamsur-Rahman
কবি শামসুর রহমান।

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।

১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরনো ঢাকার মাহুতটুলিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, কথাশিল্পী, সাংবাদিক, গীতিকার, প্রাবন্ধিক ছিলেন। দীর্ঘ ছয় দশক ধরে এসব ক্ষেত্রে অত্যন্ত সাবলিল ধারায় লেখালেখি করে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখেন কবি।
তার কবিতায় বাঙালিজাতির স্বাধীনতা প্রাপ্তির চেতনার দীপ্তস্বর উচ্চারিত হলেও কবিতা ও সাংবাদিকতায় মৌলবাদ বিরোধীতায় ছিলেন সোচ্চার। ধর্মান্ধতাকে আজীবন প্রচণ্ডভাবে ঘৃণা করেছেন। লিখেছেন প্রেম, দ্রোহ ও বিশ্বজনীনতা বিষয়ে অসংখ্য চিরায়ত কবিতা। সর্বোপরি কবিতা রচনায় স্বাধীনতার কণ্ঠকে ধারণ করেন। এ কারণেই তাকে ‘স্বাধীনতার কবি’ বলা হয়।
শামসুর রাহমানের প্রথম কবিতার বই প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশ পায় ১৯৬০ সালে। রুদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিলোকে বসতি, নিজ বাসভূমে, ‘বন্দি শিবির থেকে’, মাতাল ঋতিক সহ মৃত্যুর আগ পর্যন্ত কবির ৪৮টি কবিতার বই প্রকাশ পায়। এছাড়া ৮টি শিশুতোষ, গল্পগ্রন’ একটি, অনুবাদ কবিতা তিনটি, নির্বাচিত কবিতার চারখণ্ডসহ কবির বিভিন্ন বিষয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ৮২টি। বাংলা একাডেমী পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পান তিনি।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে বনানী কবরস্থানে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় কবিতা পরিষদ জানায়, কবির দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় কবিতা পরিষদ, শামসুর রাহমান স্মৃতিপরিষদ ও কবি শামসুর রাহমান ফাউন্ডেশন যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৯টায় বনানী কবরাস্থানে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৩টায় কবি শামুসর রাহমান ফাউন্ডেশনের উদ্যোগে কবির গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পাহাড়তলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক কবি-সাহিত্যিক মিলনমেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

রাঙ্গুনিয়ার বিলে মিলল নিখোঁজ কিশোরের গলাকাটা লাশ

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

নারী সাংবাদিকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ⦿ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print