
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় এক পিডিবি কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার বাড়বকুণ্ড বাজারে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত বিদ্যুৎকর্মীর নাম মো. নাসির (৫০)। তার বাড়ি উপজেলার বাড়বকুণ্ডের হাশেম নগর এলাকায়।
স্থানীয়রা জানায়, সকালে বাজারের ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে উঠেন নাছির, কাজ শেষ করে নিচে নামার আগেই বিদ্যৎ লাইন চালু হয়ে যায়, এতে মূহুর্তেই বিদ্যুতায়িত হয়ে নাছির মারা যায়।
এঘটনার পর এলাকাবাসী পিডিবি কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে এতে প্রায় ২০ মিনিটের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধ এলাকাবাসী এরপর বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিস ঘেরাও করে এবং গেইটে ভাংচুর করেছে।
খবর পেয়ে সীতাকুণ্ড থানা ও কুমিরা পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিয়ে যান বাহন চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে পিডিবির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, ত্রুটির কারনে এ দুর্ঘটনা। গাফিলতি কিনা এখনো নিশ্চিত না। তবে যতটুকু জেনেছি, কাজ করার সময় বিদ্যুৎ ছিলনা, অপরদিকে অফিস থেকে লাইনটিও বন্ধ করা ছিল। অনেক সময় ত্রুটির কারনে অটোমেটিক লাইন চালু হয়ে যায়। ত্রুটির কারনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বাড়বকুণ্ডে বিদ্যুৎকর্মী নিহতের ঘটনায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।