
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০(পাহাড়তলী, হালিশহর, ডবলমুরিং) আসনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
সোমবার রাতে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যারয় থেকে তিনি দলের মনোনয়ন টিকেট সংগ্রহ করেন।
বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করেছেন আবদুল্লাহ আল নোমানের একান্ত সহকারি নূরুল আজিম হিরু। তিনি জানান, গতকাল রাত ২টায় দলের পক্ষ থেকে গুলশান কার্যালয়ে মনোনয়নের চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
জানাগেছে, এ আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর স্বতন্ত্র প্রার্থী
হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন আদালতের রায়ে নিবন্ধন হারানো দল জামায়াতের সাবেক সাংসদ মো. শাহজাহান চৌধুরী।
অষ্টম সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন আবদুল্লাহ আল নোমান। আমীর খসরু প্রার্থী ছিলেন বন্দর-পতেঙ্গা-হালিশহর আসন থেকে। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে আসন পুনর্গঠন হলে বন্দর-পতেঙ্গা নিয়ে চট্টগ্রাম-১১ এবং হালিশহর-পাহাড়তলী-খুলশী নিয়ে চট্টগ্রাম-১০ আসন গঠিত হয়। তখন নির্বাচনে অংশ নিয়ে চট্টগ্রাম-১০ আসনে ডা. আফসারুল আমীনের কাছে পরাজিত হন নোমান। এমএ লতিফের কাছে পরাজিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী।