ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শিক্ষকদের সাথে সাইবার সচেতনতা বিষয়ে লার্নিং সেশনের সম্পন্ন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে শিক্ষকদের সাথে সাইবার সচেতনতা নিয়ে একটি লার্নিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৫ মার্চ শনিবার, সকালে নগরীর ষ্টেশন রোডস্থ হোটেল সৈকতের হালদা হল এটি অনুষ্ঠিত হয়।

ডিনেট, ইউএসএআইডি‘র অবিরোধ: সহনশীলতার পথে কর্মসূচীর সহযোগিতায় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ‘ই-সচেতনতা’ বিষয়ে এই প্রকল্পের বাস্তবায়ন করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের ইন্টারনেটে সুরক্ষিত পদচারণার জন্য ডিনেট, আইসিটি ডিভিশনসহ বিভিন্ন অংশীদারকে সাথে নিয়ে এই কার্যক্রমটি করছে।

সভায় অংশগ্রহণ করেন শাহ্ ওয়ালীঊল্লাহ ইনস্টিটিউট, শেরশাহ কলোনী ডাঃ মজহারুল হক হাই স্কুল, বাকলিয়া উচ্চ বিদ্যালয়, হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়, এন এন এম ফাজিল মাদ্রাসা, বিএ রশিদ সিএলসি বালক উচ্চ বিদ্যালয়, ওয়ারলেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়, মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়, সিটি পাবলিক কলেজ, বাগমনিরাম আব্দুর রশিদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়, রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে আইসিটি বিষয়ে দক্ষ শিক্ষকরা। সেশন পরিচালনা করেন ডিনেট প্রতিনিধি মোঃ রহমাতুল আলম ও নিয়াজ ইসলাম আরিফ।

লার্নিং সেশনে কথা হয় শিক্ষার্থীদের ইন্টারনেট সচেতনতা, ইন্টারনেটে সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা, ডিজিটাল আইন, ডিজিটাল সাংস্কৃতিক নিয়মাবলী, অপরাধ, ডিজিটাল ফুটপ্রিন্ট, অনলাইনে ব্যক্তি পরিচয়, গুজব, অনলাইনে সহিংস উগ্রবাদের প্রচারে বিরোধিতা, মিথ্যাচার ও ভুল খবর প্রচার এবং এ সংক্রান্ত আরও অনেক বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে শিক্ষকরা এই উদ্যোগ সম্পর্কে তাদের মূল্যবান মতামত দেন এবং নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এ বিষয়ে অবগত করতে অঙ্গীকারবদ্ধ হন।

ডিনেট ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নিয়মিতভাবে এই কার্যক্রম চলবে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা মাধ্যমের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে। এসকল কার্যক্রমের শেষে ঢাকায় বাংলাদেশের প্রথম নিরাপদ ইন্টারনেট বিষয়ে একটি অলিম্পিয়াড আয়োজন করা হবে। এই অলিম্পিয়াড সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে https://www.cyberchamp.com.bd/ ওয়েবসাইটে। শিক্ষক ও শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে জানতে পারবে নতুন তথ্য, অংশ নিতে পারবে কুইজ প্রতিযোগিতায় এবং পারবে জিতে নিতে আকর্ষণীয় পুরস্কার।

সর্বশেষ

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মত চট্টগ্রাম বন্দরে এসেছে গমের জাহাজ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ইসকন নিষিদ্ধের দাবীতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

চট্টগ্রাম বন্দর ও কর্ণফূলী নদীতে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print