পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে দক্ষিণ মেহের আটিঁ গ্রামের ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। শুক্রবার রাত ৩ টায় ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডের ঘটনায় খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহয়োগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে এবং আশেপাশের অন্যান্য ঘরগুলো অগ্নিকান্ড থেকে রক্ষা পায়। এতে নগদ ২ লক্ষ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র মালামাল পুড়ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ্যরা জানায়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন পটিয়ায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পটিয়া ষ্টেশন থেকে ২টি গাড়ি এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হল মো: নুরুল আলম মেম্বার, মো: ফরিদুল আলম, মো: জহিরুল আলম, মো: লোকমান হাকিম, মো: সিরাজ, বেগম ছৈয়দ, মো: আবুল বারেক, মো: ইসহাক, মো: জালাল উদ্দিন মন্টু, মো: কামাল উদ্দিন বুলু, বেগম ওসমান গনি, মো: মোকতার আহম, বশির আহমদ, মজিবুর রহমান, সামশুল নাহার।

রান্নাঘরের চুলা কিংবা বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাতা হয় বলে এলাকাবাসী জানান।
বর্তমানের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো কোলা আকাশের নিচে বসবাস করছে।
আজ শনিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম বাচ্চু, উপজেলা আ’লীগ নেতা মাহমুদুল হক, পরিষদ সচিব শাহ আলম, জাহাঙ্গীর আলম মেম্বার, শওকত মেম্বার, আজিজ মেম্বার, মো: ইউনুছ মেম্বার, দিদারুল আলম পিংকুসহ নেতৃবৃন্দ অগ্নিদূর্গত এলাকা পরিদর্শন করেন। এবং কুসুমপুরা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু’র ব্যাক্তিগতভাবে প্রতিটি পরিবারে নগদ ৫ হাজার টাকার করে ১৫ পরিবারকে ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।