
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় চোরাই মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে বায়োজিদের কাঠাল বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জমির উদ্দিন (২৮),আব্দুর রহমান প্রকাশ সোনা মিয়া (৩০) ও রাশেদুল আলম রাশেদ (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন, বলেন, সকালে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ইলশা এলাকা থেকে চুরি করেন তারা। দীর্ঘদিন ধরে তারা চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদিকে এঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে।